ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বর্তমান প্রেমিকাকে নিয়ে প্রাক্তনের জন্মদিনে রণবীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৩৭, ৬ জানুয়ারি ২০২১
বর্তমান প্রেমিকাকে নিয়ে প্রাক্তনের জন্মদিনে রণবীর

বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার প্রেমের গল্প হিন্দি সিনেমাপ্রেমীদের অনেকেরই জানা। তবে এই সম্পর্ক এখন অতীত।

এদিকে ৫ জানুয়ারি ছিল দীপিকার জন্মদিন। প্রাক্তনের এই বিশেষ দিনের পার্টিতে বর্তমান প্রেমিকা আলিয়া ভাটকে নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। এই সময় ফটো সংবাদিকদের ক্যামেরায়বন্দি হন তারা। পার্টিতে সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছিলেন রণবীর। অন্যদিকে, আলিয়ার পরনে ছিলে কালো পোশাক। দু’জনেই কালো মাস্ক পরেছিলেন।

এর আগে দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। তুমি সবসময় সৌন্দর্য ও শক্তির অনুপ্রেরণা ছিলে এবং থাকবে। সামনে একসঙ্গে আরো অ্যাডভেঞ্চারে অংশ নিব। তোমার প্রতি ভালোবাসা।’

আরো পড়ুন:

রণবীর-আলিয়া ছাড়াও এই পার্টিতে হাজির হয়েছিলেন— নির্মাতা করন জোহর, অভিনেত্রী অনন্যা পান্ডে, অভিনেতা ইশান কাট্টার, সিদ্ধান্ত চতুবের্দী, আলিয়ার বোন শাহীন ভাট প্রমুখ।

সহকর্মীদের জন্য বিশেষ আয়োজন ছাড়াও তার বাড়ির বাইরে ফটো সংবাদিকদের সঙ্গে জন্মদিনের কেক কেটেছেন দীপিকা। তার পাশে স্বামী রণবীর সিংও ছিলেন।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়