ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

বরুণের বিয়ের পরিকল্পনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:২৬, ১০ জানুয়ারি ২০২১
বরুণের বিয়ের পরিকল্পনা

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে এই অভিনেতার প্রেমের বিষয়টি কম বেশি সকলের জানা। অনেকদিন ধরেই তাদের বিয়ে নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

জানা যায়, গত ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করেছিলেন বরুণ ও নাতাশা। কিন্তু করোনা মহামারির কারণে তা হয়ে ওঠেনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন বরুণ।

‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘গত দুই বছর ধরে সবাই এই বিয়ে নিয়ে আলোচনা করছেন। এখনো কোনো কিছু পাকাপোক্ত হয়নি। বর্তমানে বিশ্বের কোনো কিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই বছরই বিয়ে করব। আমি বলতে চাইছি, খুব শিগগির বিয়ের পরিকল্পনা করছি। কিন্তু আগে সবকিছু ঠিক হোক।’

আরো পড়ুন:

ছেলেবেলার বন্ধু নাতাশার সঙ্গে বরুণের প্রেম অনেকদিনের। তবে এই অভিনেতা সহজেই মন পেয়েছেন তা কিন্তু না। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বরুণ ধাওয়ান বলেন, ‘নাতাশার সঙ্গে আমার পরিচয় ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়। তবে তখন থেকেই প্রেম করছি তা নয়। আমরা একাদশ অথবা দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভালো বন্ধু ছিলাম। সে আমাকে তিন থেকে চারবার প্রত্যাখ্যান করেছে। তবে আমি হাল ছাড়িনি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়