ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শুধু অর্থের জন্য যে সিনেমা করেছেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৩৮, ১১ জানুয়ারি ২০২১
শুধু অর্থের জন্য যে সিনেমা করেছেন অনিল কাপুর

বলিউডের ‘এভারগ্রিন’ অভিনেতা অনিল কাপুর। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এখনো নিয়মিত অভিনয় করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, শুধু অর্থের প্রয়োজনেও কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অনিল কাপুর বলেন, “আমি শুধু অর্থের জন্যও কিছু সিনেমা করেছি। সেগুলোর নামও বলছি— ‘আন্দাজ’ ও ‘হীর রানঝা’। ‘রূপ কি রানি চোরও কা রাজা’ সিনেমার পর পরিবার নিয়ে অনেক বড় সমস্যায় ছিলাম। দায়িত্বজ্ঞানের বাইরে শুধু বাঁচার জন্য অনেক কিছু করেছি। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই।”

এই অভিনেতা জানান, যদি পুনরায় তিনি এই রকম সমস্যায় পড়েন তাহলে একই কাজ করবেন। অনিল বলেন, ‘আমার পরিবার ও আমি খুবই সৌভাগ্যবান এমন কঠিন সময় আমাদের জীবনে আর আসেনি। কিন্তু যদি ভাগ্য আমাদের আবার সেই পরিস্থিতিতে নিয়ে যায় তাহলে পরিবারের সুরক্ষার জন্য কোনো কিছু করতে দ্বিতীয়বার ভাববো না।’

আরো পড়ুন:

অনিল কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালাং’। বর্তমানে ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া করন জোহরের ‘তখত’ সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়