ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নোরার নাচের রহস্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১২ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:৫৮, ১২ জানুয়ারি ২০২১
নোরার নাচের রহস্য

‘দিলবার’, ‘সাকি সাকি’, ‘গারমি’সহ বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। ইতোমধ্যে লাখ লাখ ভক্তের মনে জায়গা করে নিয়েছেন এই মরোক্কান-কানাডিয়ান সুন্দরী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার নাচের রহস্য জানিয়েছেন নোরা। এই অভিনেত্রী জানান, নাচের জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেননি। নাচ নিয়ে অনেক গবেষণা করেছেন। নির্দিষ্ট কোনো ঘরানা ও সংস্কৃতির মধ্যে নিজেকে আবন্ধ রাখেননি। নিজেই নাচ শিখেছেন। আর শেখার সময় নাচে সবসময়ই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন তিনি।

নাচের ব্যাপারে শাকিরা, মাধুরী দীক্ষিত, রিয়ান্না, জেনিফার লোপেজ, তুর্কিস বেলি ড্যান্সার দিদেমকে অনুসরণ করেন নোরা। তাদের অনুপ্রেরণা মনে করেন তিনি।

আরো পড়ুন:

নোরা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’। এটি পরিচালনা করেছেন রেমো ডিসুজা। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। তার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এতে নোরাকে রোবটিক স্টেপ করতে দেখা গেছে। বর্তমানে তিনি নতুন একটি গানের প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়