ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিজয় সেতুপাতির সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩৭, ১৩ জানুয়ারি ২০২১
বিজয় সেতুপাতির সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতি। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। নায়কোচিত চেহারা না হলেও অভিনয় গুণে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, গ্ল্যামার গার্ল হিসেবে সিনেমায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি নাচ দিয়েও দর্শক হৃদয়ে ঝড় তোলেন এই বলিউড ডিভা।

এবার এই দুই অভিনয়শিল্পীকে জুটি হিসেবে পর্দায় হাজির করতে যাচ্ছেন নির্মাতা শ্রীরাম রাঘবন। এই নির্মাতা বলেন, ‘এটা সত্যি, যদিও এখনো বলার মতো কিছুই হয়নি। সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনেক বিষয় রয়েছে যেগুলো ঠিকঠাক করতে হবে।’

আরো পড়ুন:

এছাড়া অভিনেতা বরুণ ধাওয়ানকে নিয়ে ‘এক্কিস’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন শ্রীরাম রাঘবন। গত বছরের এপ্রিলে সিনেমাটির প্রাথমিক কাজ শুরু হয়। যুদ্ধের কিছু দৃশ্যধারণের জন্য সেপ্টেম্বর-অক্টোবরে শুটিং করতে হবে। এ কারণে চলতি বছর সেপ্টেম্বর থেকে এটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়