ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পরিণীতির প্রশংসায় প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৪৯, ১৪ জানুয়ারি ২০২১

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার পরবর্তী সিনেমা ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। বুধবার (১৩ জানুয়ারি) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এরপর থেকে প্রশংসায় ভাসছেন পরিণীতি।

এদিকে চাচাতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও পরিণীতির প্রশংসা করেছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে টিজারটি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে দুটি হার্ট ইমোজিসহ লিখেছেন, ‘তোমাকে নিয়ে গর্বিত মেয়ে। আরো কিছু দেখার অপেক্ষায় রইলাম।’

প্রিয়াঙ্কার এই পোস্ট রিটুইট করে পরিণীতি লিখেছেন, ‘মিমি দিদির অনুমোদন পেয়েছি এখন শান্তিতে ঘুমাতে পারব।’

আরো পড়ুন:

একই নামের হলিউডের একটি সিনেমার হিন্দি রিমেক ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। মূল সিনেমাতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পায়।

পরিণীতি অভিনীত সিনেমাটি গত বছর মে মাসে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে এটি পিছিয়ে যায়। ২৬ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখা যাবে। পরিণীতি ছাড়াও এতে আরো অভিনয় করছেন— অদিতি রাও হায়দারি, কীর্তি কুলকার্নি, অবিনাশ তিওয়ারি প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়