২০২১ সালে বলিউডে মুক্তি প্রতীক্ষিত সিক্যুয়েল
করোনা মহামারির কারণে ২০২০ সালে অনেক সিনেমাই আলোর মুখ দেখেনি। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারো সিনেমা নিয়ে ব্যস্ত নির্মাতা ও কলাকুশলীরা। পাশাপাশি হলমুখী হচ্ছেন দর্শক।
সবকিছু ঠিক থাকলে ২০২১ সালে বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে কিছু সিক্যুয়েলও রয়েছে। চলতি বছর মুক্তি প্রতীক্ষিত সিক্যুয়েল সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
কেজিএফ-চ্যাপটার টু: প্রশান্ত নীল পরিচালিক বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’। ২০১৮ সালে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে এটি। ‘রকিং স্টার’ হিসেবে পরিচিত যশ অভিনীত এই সিনেমার সিক্যুয়েলের জন্য অধির আগ্রহে অপেক্ষায় দর্শক। ইতোমধ্যে মুক্তি পাওয়া সিনেমার টিজার বেশ কয়েকটি রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, মুক্তির পর বক্স অফিসেও বাজিমাত করবে এই সিনেমা।
বাধাই দো: আয়ুষ্মান খুরানা ও সানায়া মালহোত্রা অভিনীত ‘বাধাই হো’। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও হিট হয় সিনেমাটি। এটির সিক্যুয়েল ‘বাধাই দো’। এবার সিনেমায় অভিনয় করছেন রাজকুমার রাও ও ভূমি পেডনেকার। প্রথম সিনেমার মতো এটি নিয়েও আশাবাদী নির্মাতারা।
বান্টি অউর বাবলি টু: বলিউডের সাড়া জাগানো সিনেমা ‘বান্টি অউর বাবলি’। ২০০৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমার সিক্যুয়েল নির্মাণ করেছে যশ রাজ ফিল্মস। মুক্তি প্রতীক্ষিত এই সিনেমায় অভিনয় করছেন সাইফ আলী খান, রানী মুখার্জি, সিদ্ধান্ত চতুবের্দী ও নবাগতা শর্বরী। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। আবারো সাইফ-রানী জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দশক।
এক ভিলেন টু: সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর ও রিতেশ দেশমুখ অভিনীত সিনেমা ‘এক ভিলেন’। প্রথম সিনেমার সাফল্যের পর এর সিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক মুহিত সুরি। ‘এক ভিলেন টু’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম, তারা সুতারিয়া, দিশা পাটানি। এছাড়া আদিত্য রায় কাপুরকেও এতে দেখা যাবে শোনা যাচ্ছে। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি।
সত্যমেভ জয়তে টু: জন আব্রহাম অভিনীত অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি। এতে প্রথমবারের মতো জুটি হিসেবে হাজির হবেন জন আব্রাহাম ও দিব্য খোসলা কুমার। জানা গেছে, সিনেমাটি ধামাকাদার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে জনকে। বর্তমানে মিলাপ জাভেরি পরিচালিত এই সিনেমার শুটিং চলছে। শোনা যাচ্ছে, আসছে ঈদুল ফিতরে এটি মুক্তি পাবে। একই সময় সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ভুল ভুলাইয়া টু: অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘ভুল ভুলাইয়া’। ২০০৭ সালে মুক্তি পায় এটি। দীর্ঘদিন ধরেই এর সিক্যুয়েল নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে চলতি বছর আসছে ‘ভুল ভুলাইয়া টু’। আনীজ বাজমি পরিচালতি এই সিনেমায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু প্রমুখ।
দোস্তানা টু: প্রিয়াঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন ও জন আব্রাহাম অভিনীত ‘দোস্তানা’। এ বছর তুমুল সাড়া জাগানো এই সিনেমার সিক্যুয়েল মুক্তি পাবে। কার্তিক আরিয়ান, জানভি কাপুরের সঙ্গে এই সিনেমায় থাকছেন নবাগত লক্ষ্য লাওয়ানি।
হিরোপান্তি টু: টাইগার শ্রফ ও কৃতি স্যাননের প্রথম সিনেমা ‘হিরোপান্তি’। অর্ধযুগ পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। এতে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া।
হাঙ্গামা টু: বলিউডে কমেডি ঘরানার সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘হাঙ্গামা’। বহুল আলোচিত এই সিনেমার সিক্যুয়েল নিয়ে এই বছরই আসছেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমাটিতে অভিনয় করছেন পরেশ রাওয়াল, শিল্পা শেঠি কুন্দ্রা, মিজান জাফ্রি, প্রণিতা সুভাস প্রমুখ।
ঢাকা/মারুফ