ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

এবার প্রকাশ্যে বরুণের বিয়ের তারিখ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৫ জানুয়ারি ২০২১  
এবার প্রকাশ্যে বরুণের বিয়ের তারিখ

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। কয়েকদিন ধরেই তার বিয়ে নিয়ে নানা খবর উড়ছে। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

সম্প্রতি শোনা যায়, চলতি মাসেই দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালকে বিয়ে করবেন বরুণ। দক্ষিণ মুম্বাইয়ের আলিবাগে হবে বিয়ে আনুষ্ঠানিকতা। পাঞ্জাবী রীতিতে আয়োজিত এই বিয়েতে ২০০ জন অতিথি উপস্থিত থাকবেন।

পিংকভিলা ডটকমে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ-নাতাশা। ইতোমধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছেন এই অভিনেতার বাবা-মা। সেখানে ২২ থেকে ২৫ জানুয়ারি বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমধ্যমটিতে বলেন, ‘মাত্রই একটি ই-ইনভাইট পেয়েছি। আমি খুব খুশি যে অবশেষে বিয়ে হচ্ছে। খুব শিগগির ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ানের বিয়েতে হাজির হতে অনেক বলিউড তারকাকে আলিবাগে দেখা যাবে। এটি একটি বড়সড়ো পাঞ্জাবি রীতির বিয়ে হতে চলেছে।’

যদিও বম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণের বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার চাচা অনিল ধাওয়ান। তিনি বলেন, ‘ওয়াও, আমি আশ্চর্য হয়েছি। তারা এই মাসেই বিয়ে করছে আর আমরা জানি না? তারা কি শেষ মুহূর্তে গিয়ে আমাদের আমন্ত্রণ করবে? এতটাই গোপন রাখছে?’

কবে নাগাদ বরুণ বিয়ে করতে পারেন প্রশ্ন করা হলে অনিল ধাওয়ান বলেন, ‘আমরা বড় পরিসরে আয়োজন না করার জন্য তাকে পরামর্শ দিয়েছি। ছোটখাটো অনুষ্ঠান করে জলদি ঘরে বউ আনতে বলেছি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়