ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

শ্বশুরবাড়িতে শুটিং করতে গিয়ে মাহির কাণ্ড! (ভিডিও)

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩১, ১৭ জানুয়ারি ২০২১

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে সিলেটে মাহি তার শ্বশুরবাড়িতে রয়েছেন। সেখানে একটি চায়ের বিজ্ঞাপনের শুটিং করলেন। যদিও এটি কোনো পেশাদার কাজ নয়, মজার ছলে কাজটি করেছেন বলে জানিয়েছেন মাহি।

মাহির শ্বশুরবাড়ির রান্নাঘরে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। পুরো শুটিং মোবাইলে ধারণ করা হয়। এছাড়া লাইট দেওয়া হয় মোবাইলের ফ্লাশ দিয়ে। হাস্যরসের জন্য মাহি একই শব্দ বার বার ভুল করে বলেন। সর্বশেষ তিনি নিজ হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ান।

মাহির হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘ব্লাড’ অন্যতম। এসব সিনেমার কিছু অংশের কাজ এরই মধ্যে শেষ করেছেন মাহি। মাহি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আরো পড়ুন:

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়