ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

প্রথম প্রেমিকার কাছে কেন প্রত্যাখ্যাত হন অক্ষয়?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:১৮, ২০ জানুয়ারি ২০২১
প্রথম প্রেমিকার কাছে কেন প্রত্যাখ্যাত হন অক্ষয়?

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ব্যক্তিগত জীবনে অনেক অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। শেষ পর্যন্ত অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অক্ষয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে প্রথম প্রেমিকার সঙ্গে তার ডেটের স্মৃতিচারণ করেন এই অভিনেতা। পাশাপাশি কী কারণে তার সেই প্রেমিকা তাকে ছেড়ে গেছেন সেটিও জানিয়েছেন।

অক্ষয় কুমার বলেন, ‘সমস্যা হচ্ছে আমি অনেক লাজুক ছিলাম। আমি কখনো তার কাঁধে হাত দিইনি। হাত ধরিনি। সে চাইতো আমি তার কাঁধে হাত রাখি অথবা তাকে চুমু খাই এরকম কিছু। আমি এগুলো করিনি, তাই সে ছেড়ে চলে গেছে।’

আরো পড়ুন:

২০০১ সালে টুইঙ্কেল-অক্ষয়ের বিয়ে হয়। গত ১৭ জানুয়ারি তাদের ২০তম বিবাহবাষির্কী উদযাপন করেছেন তারা।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লক্ষ্মী’। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘সূর্যবংশী’। এছাড়া ‘আতরাঙ্গি রে’, ‘বেল বটম’, ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’ প্রভৃতি সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়