ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

মুখোমুখি সালমান-জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৬ জানুয়ারি ২০২১  
মুখোমুখি সালমান-জন

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান খান ও জন আব্রাহাম। বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন তারা।

সালমান খানের পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি এই অভিনেতা ঘোষণা দিয়েছেন, আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এতে সালমানের বিপরীতে আছেন দিশা পাটানি। এছাড়া জ্যাকি শ্রফ ও রণদীপ হুদাকেও দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা।

এদিকে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে তার ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার মুক্তির তারিখ জানিয়েছেন জন আব্রাহাম। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভারতের জাতীয় পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন এই অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, ‘সত্যমেভ জয়তে টু টিমের পক্ষ থেকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আগামী ১৪ মে, ২০২১ ঈদে সিনেমা হলে আসছি।’

আরো পড়ুন:

অর্থাৎ একই দিনে মুক্তি পাচ্ছে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ও ‘সত্যমেভ জয়তে টু’।

বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, ‘সত্যমেভ জয়তে টু’ সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। মাত্র দুইদিনের শুটিং বাকি। মিলাপ জাভেরি পরিচালিত সিনেমাটিতে জনের বিপরীতে অভিনয় করছেন দিব্য খোসলা কুমার। এছাড়াও আছেন—মনোজ বাজপেয়ী, অনুপ সোনি, হার্স ছায়া প্রমুখ।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়