ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কার ওপর প্রতিশোধ নিতে চান নোরা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৪৩, ৩০ জানুয়ারি ২০২১
কার ওপর প্রতিশোধ নিতে চান নোরা?

বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। পর্দায় কোমর দুলিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মরক্কান-কানাডিয়ান নোরা। এতে তিনি লিখেছেন, ‘আমি পস্তানোয় বিশ্বাস করি না, আমার প্রতিশোধ নিতে ভালো লাগে। বিশ্বাস করো সময় আসলে ঠিক প্রতিশোধ নেওয়া হবে।’

নোরার এই পোস্টের পরই কৌতূহলী হয়ে উঠেছেন ভক্তরা। কার ওপর তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে পোস্টের পরই এই বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন নোরা।

আরো পড়ুন:

বিগ বস রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। তার সর্বশেষ গান ‘নাচ মেরি রানি’। পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার গাওয়া এই গানে মডেল হয়েও বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়