জেমসের উপহার পেয়ে আনন্দিত জয়া
নগরবাউল জেমস। সময়-সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির বৈচিত্র খুঁজতে। সুরের রাজ্যে ঝড় তোলা এই রকস্টার সুযোগ পেলেই হাতে তুলে নেন ক্যামেরা। কনসার্ট করতে গিয়েও অনেক সময় প্রকৃতির মায়ায় পড়েছেন তিনি। সঙ্গে সঙ্গে গিটার রেখে ক্যামেরায় চোখ রেখেছেন। সুন্দরকে ফ্রেমবন্দি করার বাসনা তার চিরকালের। পোট্রেট ফটোগ্রাফিতে জেমসের দক্ষতা ইতোমধ্যেই ভক্তদের মাঝে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
জেমস তার তোলা আলোকচিত্র প্রায়ই ফেসবুক পেজে পোস্ট করে ভক্তদের চমকে দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ২৮ জানুয়ারি বেলা ২টার দিকে জেমস প্রকাশ করেন জয়া আহসানের তোলা একটি ছবি। তাতে দেখা যায়—৩টি গোলাপ হাতে দাঁড়িয়ে আছেন জয়া। ক্যাপশনে লিখেছেন: ‘রুপালি পর্দার মাস্টার জয়া আহসান।’
ছবিটি প্রকাশের পর যথারীতি প্রশংসায় ভাসছেন জেমস-জয়া। কিন্তু বিষয়টি নিয়ে সেদিন মুখ খুলতে দেখা যায়নি জয়া আহসানকে। অবশেষে জেমসের প্রতি কৃতজ্ঞতা জানালেন জয়া। শনিবার (৩০ জানুয়ারি) জয়া আহসান জেমসের তোলা ছবিটি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
এতে জয়া আহসান লিখেছেন—‘জীবন্ত কিংবদন্তীর কাছ থেকে চমৎকার এই উপহার পেয়ে আমি খুবই আনন্দিত। আমাকে এত সুন্দরভাবে ফ্রেমবন্দি করার জন্য নগরবাউল জেমসকে অসংখ্য ধন্যবাদ।’
জেমসের স্টুডিওতে তোলা হয়েছে জয়ার ছবিটি। তা উল্লেখ করে জয়া আহসান বলেন, ‘আমি জানতাম জেমস ভাই ভালো ছবি তোলেন। অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল। অবশেষে ব্যাটে-বলে মিলে গেল। ছবিটি জেমস ভাইয়ের স্টুডিওতেই তোলা। মেকআপ করেছে ভুবন নামে এক ছেলে।’
ঢাকা/শান্ত