ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সিদ্ধার্থের বাড়িতে কিয়ারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:০৭, ৩১ জানুয়ারি ২০২১
সিদ্ধার্থের বাড়িতে কিয়ারা

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্যতম আলোচিত এই জুটিকে ঘিরে অনেকদিন ধরেই প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও বিষয়টি স্বীকার করেননি তারা।

এদিকে শনিবার (৩০ জানুয়ারি) রাতে সিদ্ধার্থের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন কিয়ারা। সেখান থেকে গাড়িতে বের হওয়ার সময় ফটো সংবাদিকদের ক্যামেরায় বন্দি হন এই অভিনেত্রী। জানা যায়, সিদ্ধার্থের মা-বাবার সঙ্গেও দেখা করেন তিনি।

কয়েকদিন আগে একটি রোস্তরাঁয় দেখা যায় সিদ্ধার্থ ও কিয়ারাকে। এছাড়া ইংরেজি বর্ষবরণ করতে একসঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন তারা। এছাড়া প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়।

আরো পড়ুন:

‘শেরশাহ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিদ্ধার্থ-কিয়ারা। এতে ভারতের পরমবীর চক্র পুরস্কার জয়ী ক্যাপটেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। তার বাগদত্তা ডিম্পল চীমার চরিত্রে পর্দায় হাজির হবেন কিয়ারা।

‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ ‍যুগ জিও’ সিনেমাতেও অভিনয় করছেন কিয়ারা। অন্যদিকে, ‘শেরশাহ’ ছাড়া ‘থ্যাংক গড’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রাকে দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়