ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চড়া দাম চাইছেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৮:২০, ৪ ফেব্রুয়ারি ২০২১
চড়া দাম চাইছেন সাই পল্লবী

গত বছরের শুরুর দিকে মুক্তি পায় মালায়ালাম ভাষার ‘আয়াপ্পানাম কোশিয়াম’ সিনেমা। তেলেগু ভাষায় সিনেমাটির রিমেক করছেন পরিচালক সাগর কে চন্দ্র। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। গত ২৬ জানুয়ারি ভারতের হায়দরাবাদে এ সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন পবন কল্যাণ।

গত বছরের শেষের দিকে গুঞ্জন উঠে, এ সিনেমায় পবন কল্যাণের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। এদিকে বেশ কিছু দিন ধরেই খবর উড়ছে, চড়া পারিশ্রমিক চাইছেন সাই পল্লবী। আর এ নিয়ে চলছে দর কষাকষি।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার জন্য সাই পল্লবী ২ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। সিনেমাটির পুরো গল্পে সাই পল্লবীর চরিত্রের উপস্থিতি রয়েছে। যার জন্য তিনি পারিশ্রমিক বাড়িয়ে চেয়েছেন। কিন্তু পরিচালক তাকে ৫০ লাখ রুপি কম নেওয়ার প্রস্তাব দিয়েছেন। আর নিয়ে সাই পল্লবীর সঙ্গে আলোচনা চলছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

আরো পড়ুন:

এ সিনেমার অন্যতম প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করছেন ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতী। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাজেশকে।   

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়