কবে মুক্তি পাচ্ছে প্রভাসের ‘রাধে শ্যাম’?
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা।
আগামী ৩০ জুলাই মুক্তি পাবে ‘রাধে শ্যাম’। সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার।
পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার। এতে দেখা যায়, রেলওয়ে স্টেশনে প্রথম দেখার পর অভিনেত্রী পূজা হেগড়েকে আকর্ষণ করার চেষ্টা করছেন প্রভাস। টিজারে একটি রোমান্টিক সংলাপও রয়েছে। নিজেকে রোমিও মনে করেন কিনা প্রভাসকে প্রশ্ন করেন পূজা। জবাবে এই অভিনেতা বলেন, ‘আমি তার মতো নই। সে ভালোবাসার জন্য মারা গেছে। আমি তা করব না।’ টিজারেই সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি সিনেমাটির প্রি-টিজার প্রকাশ করা হয়। এই ভিডিও ক্লিপে দেখা যায়, তুষার আবৃত রাস্তায় হাঁটছেন প্রভাস। কোনো কিছুতে সম্পূর্ণভাবে মগ্ন তিনি। পাশাপাশি জানানো হয়েছিল, ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির টিজার প্রকাশ করা হবে।
ঢাকা/মারুফ