ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নেকড়ে দলের সঙ্গে লড়বেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১
নেকড়ে দলের সঙ্গে লড়বেন আল্লু অর্জুন

তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

ইতোমধ্যে প্রকাশিত সিনেমার পোস্টার ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ভক্তদের ভিন্ন স্বাদ দিতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না নির্মাতারা। অভিনেতা আল্লু অর্জুনও সম্পূর্ণ ভিন্নরূপে নিজেকে পর্দায় হাজির করছেন।

টলিউড ডটনেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘পুষ্পা’ সিনেমায় একটি ফাইটিং দৃশ্যের পরিকল্পনা করছেন পরিচালক সুকুমার। এতে নেকড়ে দলের সঙ্গে আল্লু অর্জুনকে লড়াই করতে দেখা যাবে। এছাড়া হলিউডের ‘দ্য বর্ন আইডেন্টিটি’ সিনেমার অনুকরণে অন্য আরো একটি ফাইটিং দৃশ্য করা হবে।

আরো পড়ুন:

‘পুষ্পা’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়া আরো আছেন— প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ প্রমুখ। আগামী ১৩ আগস্ট তেলেগু ছাড়াও অন্য কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

‘পুষ্পা’ ছাড়াও ‘আইকন’ সিনেমায় অভিনয় করবেন আল্লু অর্জুন। শ্রীরাম বেনু পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন রাজু।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়