ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কেন তৈমুরকে বিয়ে করতে চেয়েছেন জানালেন নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২১  
কেন তৈমুরকে বিয়ে করতে চেয়েছেন জানালেন নোরা

মরোক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী নোরা ফাতেহি। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে সাইফ আলী খান ও কারিনা কাপুর দম্পতির ছেলে তৈমুরকে বিয়ে করতে চান বলে জানান তিনি। এরপর এটি নিয়ে অনেকেই নোরাকে নানাভাবে বিদ্রূপ করেন।

বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, ‘এটা খুবই হাস্যকর। আমাদের সংস্কৃতিতে যখন কোনো শিশু দেখতে খুবই সুন্দর হয় তখন আমার এরকম কথা বলে মজা করি। আমি এজন্যই কথাটি বলেছি। কিন্তু বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে।’

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার মিউজিক ভিডিও ‘ছোড় দেঙ্গে’। টি সিরিজের ব্যানারে গানটি গেয়েছেন পরমপরা ট্যান্ডন। নোরা কৌতুক করে বলেন, ‘আমি এখন তৈমুরের হবু স্ত্রী। তাদের বলব, ছোড় দেঙ্গে গান দেখে শিক্ষা নিতে এবং আমার সঙ্গে তেমন ব্যবহার করতে।’

আরো পড়ুন:

এর আগে কারিনা কাপুর খানের ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’ শোয়ে অতিথি হয়েছিলেন নোরা। সেখানেই তৈমুরকে বিয়ের কথা বলেছিলেন তিনি। কিন্তু তৈমুরের মা কারিনা কাপুর মজা করে জানান, পাত্রের বয়স ৪ আর নোরা এখন ২৯ বছরের যুবতি। কিন্তু নোরাও নাছোড়া বান্দা। তিনি জানান, কোনো কিছুরই তোয়াক্কা করেন না তিনি। পাশাপাশি বলেন, ‘দরকার হলে তৈমুরের জন্য অপেক্ষা করব। শুধু চাই, তৈমুর তাড়াতাড়ি বড় হয়ে যাক।’

নোরার পরবর্তী সিনেমা ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়