ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত জন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২১  
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত জন

জনপ্রিয় বলিউড অভিনেতা জন আব্রাহাম। অ্যাকশন ঘরানার সিনেমাতেই বেশি অভিনয় করছেন তিনি।

বর্তমানে ‘অ্যাটাক’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত জন। সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই অভিনেতা।

সাধারণত বেশির ভাগ অ্যাকশন দৃশ্য কোনো বডি ডাবল ছাড়া নিজেই করেন জন। ‘অ্যাটাক’ সিনেমার একটি দৃশ্যে দেখা যাবে এই অভিনেতার কাঁধে টিউবলাইট দিয়ে আঘাত করা হবে। সেই দৃশ্যেরই শুটিং করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষে কাঁধে চোট পেয়েছেন জন।

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন জন। এতে দেখা যাচ্ছে, একজন সহকারী তুলা দিয়ে তার গলার পাশে মুছে দিচ্ছেন। পরবর্তী সময়ে সেই তুলায় এই অভিনেতার রক্তও দেখা যায়।

‘অ্যাটাক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে জন ছাড়াও আছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও রাকুল প্রীত সিং। এটি পরিচালনা করছেন লক্ষ্য রাজ আনন্দ।

এই সিনেমা ছাড়াও জনের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে মিলাপ জাভেরির ‘সত্যমেভ জয়তে টু’, মুহিত সুরির ‘এক ভিলেন টু’ ও শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়