ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘নাচনে গানে ওয়ালি’ বলায় জবাব দিলেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:১১, ২০ ফেব্রুয়ারি ২০২১
‘নাচনে গানে ওয়ালি’ বলায় জবাব দিলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সিনেমার চেয়ে বর্তমানে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি আলোচনায় তিনি।

ভারতের কৃষি বিল নিয়ে কৃষকদের আন্দোলনের শুরু থেকেই বিরোধিতা করছেন কঙ্গনা। এ নিয়ে অনেকের সঙ্গেই তার বাকবিতণ্ডা হয়েছে। সম্প্রতি এই অভিনেত্রীকে ‘নাচনে গানে ওয়ালি’ বলে সম্বোধন করেন মধ্য প্রদেশের কংগ্রেস নেতা ও সাবেক সংসাদ সুখদেও পানসে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এর জবাবে কঙ্গনা রাণৌত লিখেছেন, ‘যেই গর্দভ এই কথা বলেছেন তিনি ভালো করেই জানেন, আমি দীপিকা, ক্যাটরিনা অথবা আলিয়া নই। আমি শুধু আইটেম গানে নাচের প্রস্তাবই ফিরিয়ে দিয়েছি তা নয়, বড় নায়কদের (খান/কুমার) সিনেমায় কাজ করিনি জন্য বলিউডের সকল নারী-পুরুষ আমার বিরুদ্ধে লেগেছে। আমি রাজপুত নারী। আমি কোমর দুলায় না, হাড্ডি ভাঙ্গি।’

আরো পড়ুন:

এর আগে এক সভায় সুখদেও পানসে বলেন, ‘জনসম্মুখে সবখানে জুয়া ও বাজি চলছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু কৃষকদের নিয়ে মন্তব্য করায় কঙ্গনার মতো নাচনে গানে ওয়ালির বিরুদ্ধে যখন আমাদের দলের কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে, তখন পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করছে।’

বর্তমানে ভারতের মধ্য প্রদেশে ‘ধাকড়’ সিনেমার শুটিং করছেন কঙ্গনা। মুক্তির অপেক্ষায় তার পরবর্তী সিনেমা ‘থালাইভি’। এতে প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘তেজাস’ ও ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়