ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিবেকের বিবেকহীন কাণ্ড

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ২০ ফেব্রুয়ারি ২০২১  
বিবেকের বিবেকহীন কাণ্ড

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। কিন্তু বিবেকহীন কাণ্ড ঘটিয়ে বিপাকে পড়েছেন তিনি।

করোনা মহামারির কারণে ভারতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে মোটরবাইকে ঘুরতে বের হওয়ার সময় কোভিড-১৯ আইন অমান্য করেছেন বিবেক। মাস্ক বাধ্যতামূলক থাকলেও তিনি তা পরেননি। এছাড়া মোটরবাইক চালানোর সময় তার মাথায় হেলমেটও ছিল না।

এ বিষয়ে মুম্বাইয়ের জুহু থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানার এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘কোভিড ১৯ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকারের আরোপ করা নিয়ম অনুযায়ী, জনসম্মুখে সকলকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও বিবেক ওবেরয় তা মানেননি। এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন:

এই কর্মকর্তা জানান, বিবেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধর ১৮৮, ২৬৯ ধারা ও মহারাষ্ট্র কোভিড-১৯ সতর্কতা উদ্যোগ ২০২০ ও মোটরযান আইনে মামলা দায়ের হয়েছে। 

এই মামলায় দোষী প্রমাণিত হলে বিবেকের ৬ মাসের জেল, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়