ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বলিউডে ইতিহাস গড়তে চান নোরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২১
বলিউডে ইতিহাস গড়তে চান নোরা

বলিউড ড্যান্সার-অভিনেত্রী নোরা ফাতেহি। অল্প সময়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তবে তার এই পথচলাটা মোটেও সহজ ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে কাজ করার অভিজ্ঞতা ও তার লক্ষ্য নিয়ে কথা বলেছেন নোরা। তিনি বলেন, ‘আমি বলিউডে ইতিহাস গড়তে চাই।’

নিজের সম্পর্কে এই মরক্কান-কানাডিয়ান অভিনেত্রী বলেন, ‘শিল্পী পরিচয়টা আমার জন্য বাড়তি পাওয়া। ভেতর ভেতর আমি খুবই উন্মাদ, একটু অস্বাভাবিক, ক্ষুধার্ত ও উচ্চাকাঙ্ক্ষী। আমার উচ্চাকাঙ্ক্ষী স্বভাবের জন্য মাঝে মাঝে নিজেকেই ভয় পাই।’

‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে কোমর দুলিয়েছেন নোরা ফাতেহি। কেন গ্ল্যামার জগতে পা রেখেছেন প্রশ্ন করা হলে নোরা বলেন, ‘আমি কী ছিলাম বা এখন কী তা জানি না। তবে একটা বিষয় খুব ভালো বুঝতে পারি— আমি নাচতে পছন্দ করি।’

ভারতে আসার পর পাঁচ বছর স্ট্রাগল করেছেন নোরা। নতুন সংস্কৃতি, ভাষা বুঝতেন না— সবমিলিয়ে অনেক কঠিন সময় পার করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। আমি শুধু শেখার চেষ্টা করেছি। মাঝে মাঝে সুযোগ তৈরি হয়েছে কিন্তু দেখা গেছে, পরক্ষণেই তা হাত ছাড়া হয়ে গেছে।’

নোরার সর্বশেষ গান ‘ছোড় দেঙ্গে’। এই গানে মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়