ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রশংসায় ভাসছেন ‘মাফিয়া কুইন’ আলিয়া (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২১

অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ জিতেছেন অসংখ্য পুরস্কার।

এই বলিউড অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। এতে আলিয়ার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

টিজারে দেখা যায়, কিশোরী গাঙ্গু কীভাবে কামাথিপুরায় আসতে বাধ্য হন। পরবর্তী সময়ে মনের জোরে ও সাহসিকতায় সেখানকার মাফিয়া হয়ে ওঠেন। সিনেমায় আলিয়ার সংলাপ বলার ধরন ও অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে।

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। আগামী ৩০ জুলাই এটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়