ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কবে প্রেক্ষাগৃহে আসছে কঙ্গনার ‘থালাইভি’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
কবে প্রেক্ষাগৃহে আসছে কঙ্গনার ‘থালাইভি’?

প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে নিয়ে নির্মিত সিনেমা ‘থালাইভি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ছিল জয়রাম জয়ললিতার ৭৩তম জন্মবার্ষিকী। বিশেষ দিনটিতে ‘থালাইভি’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন কঙ্গনা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমার একটি টিজার প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘তার জন্মবার্ষিকীতে জয়া আম্মার প্রতি। ২০২১ সালে ২৩ এপ্রিল কিংবদন্তি থালাইভির গল্প প্রেক্ষাগৃহে দেখুন।’

এই চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন কঙ্গনা। এমনকি ২০ কেজি ওজনও বাড়িয়েছেন ও পরবর্তী সময়ে আবার ওজন কমিয়েছেন। ভারতনাট্যম শিখেছেন। এই অভিনেত্রী বলেন, ‘ভারতীয় সিনেমায় প্রথম সুপার হিউম্যান গার্ল চরিত্রে অভিনয় করছি। ওজন বাড়ানোর পর আমার আগের শারীরিক অবস্থায় ফেরাটা মোটেও সহজ ছিল না।’

আরো পড়ুন:

এএল বিজয় পরিচালিত ‘থালাইভি’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এই সিনেমায় জয়রাম জয়ললিতার অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে। কঙ্গনা ছাড়াও এতে আরো অভিনয় করছেন— অরভিন্দ স্বামী, প্রকাশ রাজ, মাধু ও ভাগ্যশ্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়