চড়া পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেতার একজন তিনি। ভক্তদের কাছে তিনি ‘ইয়ং রেবেল’ হিসেবেই পরিচিত।
শোনা যাচ্ছে, নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। সিনেমাটির জন্য চড়া পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এর জন্য ১০০ কোটি রুপি নিচ্ছেন তিনি। মুম্বাইয়ের একটি নামি প্রযোজনা প্রতিষ্ঠান তাকে এই পারিশ্রমিক দিতে রাজি হয়েছে।
‘বাহুবলি’ সিনেমার জন্য দীর্ঘ পাঁচ বছর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি এই অভিনেতা। সিনেমাটি মুক্তির পর রাতারাতি বিশেষ খ্যাতি পান তিনি। এরপর থেকেই নির্মাতাদের কাছে তার চাহিদা বেড়ে যায়।
বর্তমানে প্রভাসের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘রাধে শ্যাম’ সিনেমাটি। এছাড়া ‘সালার’, ‘আদিপুরুষ’ ও নাগ অশ্বিনের একটি সিনেমায় দেখা যাকে তাকে। বিগ বাজেটের এই সিনেমাগুলোর জন্যও মোটা অঙ্কের পরিশ্রমিক নিচ্ছেন প্রভাস।
ঢাকা/মারুফ