ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিস্মিত রিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
বিস্মিত রিয়া

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

রিয়ার পরবর্তী সিনেমা ‘চেহরে’। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। কিন্তু এতে অন্যদের দেখা গেলেও রিয়ার ছবি অথবা নাম কোনোটিই ছিল না। এতে বিস্মিত হয়েছেন রিয়া।

এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘রিয়া স্বপ্নেও কল্পনা করেনি তাকে এভাবে পোস্টার থেকে বাদ দেওয়া হবে। ২০২০ সালে তার সঙ্গে যা হয়েছে এরপর সে আবারো তার জীবন স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়টি তাকে বিস্মিত করেছে। মনে হচ্ছে বলিউড তাকে ঠিকভাবে মেনে নিতে রাজি নয়।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘সে যে ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছে তাতে কি মনে হয় সে ভেঙে পড়বে? একদম না। গত বছর সে অনেক দুর্বিষহ সময় পার করেছে। এই সমস্যাগুলোর সঙ্গেও সে লড়াই করবে।’

‘চেহরে’ সিনেমাটি পরিচালনা করছেন রুমি জাফরি। একটি সূত্র বলেন, ‘এই বিষয়ে রুমি জাফরির বলার কিছু ছিল না। এমনকি সিনেমা মুক্তির তারিখ অথবা পোস্টারে রিয়ার না থাকা নিয়েও তার সঙ্গে আলোচনা করা হয়নি।’

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি প্রমুখ। আগামী ৩০ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়