কবে মুক্তি পাবে প্রভাসের ‘সালার’?
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি।
এবার ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমায় অভিনয় করছেন প্রভাস। রোববার (২৮ ফেব্রুয়ারি) এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছে এর প্রযোজনা প্রতিষ্ঠান হাম্বলে ফিল্মস।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘সালার’ সিনেমায় প্রভাসের নতুন একটি পোস্টার পোস্ট করেছেন নির্মাতারা। পাশাপাশি জানিয়েছেন, বিশ্বব্যাপী ২০২২ সালের ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। পুরো ভারত জুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।
গত জানুয়ারিতে ‘সালার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে। বর্তমানে বিরতিতে সিনেমার টিম। খুব শিগগির পরবর্তী শিডিউলের শুটিং শুরু হবে বলে জানা গেছে।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়া আরো অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ঢাকা/মারুফ