ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পর্দায় আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

প্রকাশিত: ১৫:০৩, ২ মার্চ ২০২১  
পর্দায় আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১২ মার্চ সারাদেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সিনেমাটির পরিচালক সেলিম খান এ তথ্য জানিয়েছেন।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। এতে শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীঘি। এই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হবে তার। সিনেমাটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে।

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান।চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’ সিনেমা। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়