ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

আলিয়ার প্রথম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২ মার্চ ২০২১   আপডেট: ১৭:১৩, ২ মার্চ ২০২১
আলিয়ার প্রথম

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপালি পর্দায় অভিনয় দিয়ে কোটি কোটি ভক্তের মন জয় করেছেন তিনি।

প্রযোজক হিসেবেও নাম লেখিয়েছেন আলিয়া। সম্প্রতি ‘ইটার্নাল সানসাইন’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছেন। প্রথমবারের মতো নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমা নির্মাণ করছেন এই অভিনেত্রী।

সোমবার (১ মার্চ) মাইক্রোব্লগিং সাইট টুইটারে তার প্রথম প্রোডাকশনের ঘোষণা দিয়ে আলিয়া ভাট লেখেন, ‘এটি একটু বিশেষ। ডার্লিংস সিনেমার ঘোষণা দিচ্ছি। আমার ইটার্নাল সানসাইন প্রোডাকশনের প্রথম সিনেমা। সঙ্গে আছেন আমার প্রিয় শাহরুখ খান ও রেড চিলিস এন্টারটেইনমেন্ট।’

আরো পড়ুন:

পাশাপাশি ডার্ক-কমেডি ঘরানার এই সিনেমার একটি একটি টিজার প্রকাশ করেছেন এই অভিনেত্রী। অন্যদিকে, শাহরুখ খানও টিজারটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘জীবন খুব কঠিন ডার্লিংস, সঙ্গে তুমিও। সবাইকে আমাদের ডার্লিংস সিনেমার খবর জানালাম। সতর্ক করা হলো। বি.দ্র. এই কমেডি কিছুটা ডার্ক।’

গত ১ মার্চ টুইটারে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়ে আলিয়া লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করছি। ইটার্নাল সানসাইন। আপনাদের গল্প বলতে দিন। আনন্দের গল্প, বাস্তব গল্প, কালজয়ী গল্প।’

‘ডার্লিংস’ সিনেমাটি পরিচালনা করছেন জাসমিত কে রীন। আলিয়া ছাড়াও এতে অভিনয় করছেন শেফালি শাহ, বিজয় ভার্মা, রোশান ম্যাথিউ প্রমুখ।

আলিয়ার ঝুলিতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’, এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’, আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়