ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

দীপিকার বিজ্ঞাপনের বিরুদ্ধে চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৩ মার্চ ২০২১  
দীপিকার বিজ্ঞাপনের বিরুদ্ধে চুরির অভিযোগ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি বিজ্ঞাপনের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ করেছেন সোনি তারাপোরেবালা। এই বলিউড পরিচালক জানান, তার ‘ইয়ে ব্যালে’ সিনেমার সেটের অনুকরণে বিজ্ঞাপনটির সেট তৈরি করা হয়েছে।

তিনি আরো লেখেন, ‘ভারতে নকল করার যে প্রবণতা প্রচলিত আছে তা বন্ধ হওয়া উচিত। আপনারা হয়তো ভাবছেন একটি বিদেশি নির্মাণ প্রতিষ্ঠান এই বিষয়ে ভালো জানেন। আপনাদের সৃজনশীলতা কি ফুরিয়ে গেছে? আপনারা কি মনে করেছিলেন?’

আরো পড়ুন:

‘ইয়ে ব্যালে’ সিনেমাটি ২০১৯ সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। পরিবার ও সমাজের বিরুদ্ধে গিয়ে মুম্বাইয়ের দুই কিশোরের ব্যালে ড্যান্স শেখার গল্পকে কেন্দ্র করে এই সিনেমার গল্প তৈরি।

দীপিকার বিজ্ঞাপনটির প্রোডাকশন ডিজাইনার রুপিন সূচক অভিযোগটি স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন তাকে প্রশ্ন করে লেখেন, ‘এটি ইয়ে ব্যালে সিনেমার সেটের মতোই, আপনারা কি সেখানে শুটিং করেছেন?’ জবাবে রুপিন লেখেন, ‘হ্যাঁ, আমরা করেছি। পরিচালক সেভাবেই চেয়েছিলেন তাই আমাদের পুরনায় সেটির আদলে সেট তৈরি করতে হয়েছে।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়