ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

হঠাৎ কেন বুড়ো হয়ে গেলেন রণবীর কাপুর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৪ মার্চ ২০২১   আপডেট: ২০:৩০, ৪ মার্চ ২০২১
হঠাৎ কেন বুড়ো হয়ে গেলেন রণবীর কাপুর?

জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর কাপুর। সুদর্শন চেহারার কারণে নারী ভক্তদের কাছে একটু বেশিই প্রিয় তিনি।

রুপালি পর্দায় নায়িকাদের সঙ্গে রোমান্স করতে দেখা যায় রণবীরকে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। কেউ কেউ তাকে ডাকেন বলিউডের ‘ক্যাসানোভা’।

কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৮ বছর বয়সি এই তারকার কিছু ছবি ভাইরাল হয়েছে। এতে তার মাথায় টাক, সাদা চুল-দাড়িতে দেখা যায় তাকে। কিন্তু হঠাৎ এই তারকা কীভাবে বুড়িয়ে গেলেন!

আরো পড়ুন:

ভাইরাল হওয়া ছবির ক্যাপশনেই বিষয়টি খোলাসা করা হয়েছে। মূলত, একটি বিজ্ঞাপনের জন্যই এমন মেকআপ নিয়েছেন রণবীর। কীভাবে তিনি এমন রূপ ধারণ করেছেন ছবিগুলোতে সেই প্রক্রিয়ার কিছু অংশ তুলে ধরা হয়েছে।

বর্তমানে রণবীর কাপুরের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র’। এতে তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘শমশেরা’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়