ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিকিনি পরা ছবি বিশ্বাস হয়নি সালমানের

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৫ মার্চ ২০২১   আপডেট: ১৯:০৫, ৫ মার্চ ২০২১
রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিকিনি পরা ছবি বিশ্বাস হয়নি সালমানের

অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্কের কথা বলিউড দর্শকের কাছে অজানা নয়। যদিও সেই সম্পর্ক টেকেনি। বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন রণবীর।

এদিকে রণবীরের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা অবস্থায় ক্যাটরিনার একটি বিকিনি পরা ছবি ভাইরাল হয়। সমুদ্র সৈকতে লাল-সাদা রঙের বিকিনিতে ছিলেন এই অভিনেত্রী। অন্যদিকে তার পিছনেই ছিলেন রণবীর। সেই সময় বেশ আলোচিত হয়েছিল ছবিটি। কারণ প্রেমের বিষয়টি সম্পূর্ণ গোপন রেখেছিলেন রণবীর-ক্যাটরিনা।

তবে ছবিটি দেখে বিশ্বাস করেননি সালমান খান। রণবীরের আগে এই অভিনেতার সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন শোনা যায়। এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমার মনে হয় ছবিটি পাবলিসিটি স্টান্ট ছিল আর কিছুটা ফটোশপ করা। কেনো না ছবিতে রণবীর তো ছিল কিন্তু ক্যাটরিনা মনে হয়নি। মনে হয়েছে, ফটোশপ করা ছবি, শরীর একজনের মুখ আরেকজনের।’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘কেউ ছুটি কাটানোর জন্য গেলো আর ছবি তুলে ছাপিয়ে দিলো এটি মোটেও উচিত নয়। এটি আমাদের মা-বোনের সঙ্গেও হতে পারে। এটি আপনাদের স্ত্রী, বোনের সঙ্গে হলে কেমন লাগবে। এগুলো খুব বাজে বিষয়।’

‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘যদি আপনার মা, বোনের এমন ছবি মিডিয়ায় আসে কেমন লাগবে? আপনার প্রেমিকেরই এমন ছবি যদি প্রকাশ পায় ভালো লাগবে কি? যদি নিজে পছন্দ না করেন অন্যরাও এটি পছন্দ করবে না। সিনেমায় আমরা যা করি তা ভিন্ন। কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবন এভাবে প্রকাশ করা ঠিক নয়। আপনার সেই অধিকার নেই।’

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়