ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

শুধু টাকার জন্য যে সিনেমা করেছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৭ মার্চ ২০২১   আপডেট: ১৫:৩৯, ৭ মার্চ ২০২১
শুধু টাকার জন্য যে সিনেমা করেছেন কঙ্গনা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজনও তিনি। 

কঙ্গনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘কুইন’। বিকাশ বহেল পরিচালিত এই সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান তিনি। বক্স অফিসেও বেশ ভালো ব্যবসা করে এটি। কিন্তু এই অভিনেত্রী জানিয়েছেন, শুধু টাকার জন্য সিনেমাটি করেছিলেন তিনি।

‘কুইন’ সিনেমার সাত বছর পূর্তি উপলক্ষে রোববার (৭ মার্চ) মাইক্রোব্লগিং সাইট টুইটারে কয়েকটি ধারাবাহিক পোস্ট করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘প্রায় এক দশক স্ট্রাগলের পর আমাকে ভালো অভিনয়শিল্পী বলা হয়েছে এবং বলিউডে প্রথম সারির অভিনেত্রী হতে পেরেছি। কোঁকড়া চুল, দুর্বল কণ্ঠস্বর আমার পথচলা আরো কঠিন করে তুলেছিল। ভেবেছিলাম কুইন সিনেমা কখনোই মুক্তি পাবে না। সিনেমাটিতে টাকার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম, যেন সেই টাকা দিয়ে নিউইয়র্কে ফিল্ম স্কুলে যেতে পারি।’

আরো পড়ুন:

বলিউড সিনেমায় অভিনয়ের পরিকল্পনা বাদ দিয়েছিলেন কঙ্গনা। লস অ্যাঞ্জেলেসে একটি বাড়িও কিনেছিলেন। শুধু তাই নয়, সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউইয়র্কে চিত্রনাট্য নিয়ে লেখাপড়া করেছি, মাত্র ২৪ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় একটি শর্টফিল্ম পরিচালনা করি, যেটির মাধ্যমে হলিউডে সুযোগ পাই। আমার কাজ দেখে হলিউডের বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নিয়োগ দেয়। অভিনয়ের স্বপ্ন বাদ দিয়েছিলাম। ভারতে ফেরার মতো সাহস আমার ছিল না।’

কঙ্গনা জানান, ‘কুইন’ সিনেমা মুক্তির পর সব কিছু পাল্টে যায়। এই অভিনেত্রী ভাষায়, ‘কুইন মুক্তি পেলো, আমার জীবন পাল্টে গেলো। ভারতীয় সিনেমায় নতুনভাবে একজন নায়িকার আত্মপ্রকাশ ঘটলো ও নারী কেন্দ্রীক সিনেমার সূচনা হলো। কুইন আমার কাছে শুধু একটি সিনেমা নয়, দীর্ঘ দশ বছর যা থেকে আমি বঞ্চিত হয়েছি এটির মাধ্যমে তা পেয়েছি। আমি অভিভূত। আমি বিশ্বাস করি, যেটি আমার প্রাপ্য তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনার প্রাপ্য আপনি অবশ্যই পাবেন।’

‘কুইন’ সিনেমায় অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কঙ্গনা। ২০১৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় আরো অভিনয় করেন রাজকুমার রাও, লিসা হেইডন প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়