ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

করোনায় আক্রান্ত রণবীর কাপুর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ৯ মার্চ ২০২১   আপডেট: ১২:৫৪, ৯ মার্চ ২০২১
করোনায় আক্রান্ত রণবীর কাপুর?

করোনাভাইরাসে আক্রান্ত বলিউড অভিনেতা রণবীর কাপুর। পিংকভিলা ডটকম এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষা করা হলে রণবীরের ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি কোয়ারেন্টাইনে বিশ্রামে আছেন।

এ প্রসঙ্গে এই অভিনেতার চাচা রণধীর কাপুর শুরুতে খবরটি নিশ্চিত করেন। যদিও পরবর্তীতে জানান, রণবীর কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন কিনা তিনি পুরোপুরি নিশ্চিত নয়। বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘আমি যতদূর জানি রণবীর খুবই অসুস্থ। কিন্তু তার কি হয়েছে জানি না। আমি শহরের বাইরে আছি।’

আরো পড়ুন:

এ বিষয়ে রণবীরের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি।

গত ডিসেম্বরে ‘যুগ যুগ জিও’ সিনেমার শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীরের মা নিতু কাপুর। তবে এক সপ্তাহ বিশ্রামের পরই তিনি সেরে ওঠেন।

রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এতে তার বাস্তব জীবনের প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হবেন তারা। এছাড়া ‘শমশেরা’ সিনেমায় অভিনয় করছেন রণবীর। পাশাপাশি লাভ রঞ্জনের একটি সিনেমাতেও তাকে দেখা যাবে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়