ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

উষ্ণতা ছড়াচ্ছেন আমির-এলি (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ১১ মার্চ ২০২১   আপডেট: ১২:৫২, ১১ মার্চ ২০২১

পরিচালক আমিন হাজে নির্মাণ করেছেন ‘কই জানে না’ নামে চলচ্চিত্র। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত তারকা আমির খান। সিনেমাটির আইটেম গানেও পারফর্ম করেছেন এই অভিনেতা।

বুধবার (১০ মার্চ) মুক্তি পেয়েছে আইটেম গানটি। ‘হার ফান মাওলা’ শিরোনামের গানে আমির খানের সঙ্গে পারফর্ম করেছেন এলি আব্রাহাম। গানটিতে এলি আব্রাহামের সঙ্গে আমিরের নাচ অনুরাগীদের নজর কেড়েছে। আমির খানকে এমন ‘উষ্ণ’ নাচে এর আগে প্রায় দেখা যায়নি বললেই চলে।

ভিডিওতে দেখা যায়—শিমার ড্রেসে নজর কেড়েছেন এলি। অন্যদিকে, হালকা নীল রঙের শার্ট, খয়েরি প্যান্ট ও ব্লেজারে দেখা যায় সুদর্শন আমিরকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও জারা খান। কোরিওগ্রাফি করেছেন বসকো ও সিজার। 

আরো পড়ুন:

এ গানের মাধ্যমে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার পর ফের একবার পর্দায় দেখা দিলেন আমির।

আমির খানের কাছের বন্ধু আমিন হাজে। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুর। এর আগে এই পরিচালকের সঙ্গে ‘লগান’, ‘মঙ্গল পান্ডে’ সিনেমায় কাজ করেছেন আমির।

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে তার বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়