ঢাকা     মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৬ ১৪৩১

পুলিশ ফিরিয়ে দিলো সজলের মুঠোফোন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১২ মার্চ ২০২১   আপডেট: ১৬:৫৪, ১২ মার্চ ২০২১
পুলিশ ফিরিয়ে দিলো সজলের মুঠোফোন

দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজলের হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) নগরীর শাহবাগ থানায় উপস্থিত হয়ে ফোনটি নিয়ে আসেন সজল।

মুঠোফোন ফেরত পেয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সজল। এ অভিনেতা বলেন, ‘শাহবাগ থানার ওসি মামুন-অর-রশিদ, খাইরুল ইসলাম ও সজল মোহন্ত ভাই অনেক পরিশ্রম করে আমার হারিয়ে যাওয়া মুঠোফোনটি আমাকে ফিরিয়ে দিয়েছেন। শুধু কর্তব্যপরায়ণ ও আদর্শবান নয়, প্রকৃত অৰ্থে সমাজের নায়ক, যারা মানুষের পাশে সবসময় আছেন। আপনাদের নিষ্ঠা, দৃঢ়চেতা মানসিকতাকে কুর্নিশ। অনেক অনেক দোয়া রইল।’

বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সজল। সম্প্রতি তার অভিনীত ‘জুতা চরণ বাবু’ টেলিফিল্ম বেশ আলোচনার জন্ম দিয়েছে। এতে তার বিপরীতে অভিনয় করেন সারিকা সাবরিন। মৃত্যৃঞ্জয় সরদার উচ্ছ্বাস পরিচালিত এ টেলিফিল্ম চ্যানেল আইয়ে প্রচার হয়।

আরো পড়ুন:

আব্দুন নূর সজল অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জ্বিন’। সত্য ঘটনা অবলম্বনে এ সিনেমা পরিচালনা করেছেন নাদের চৌধুরী। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—রোশান, পূজা চেরি, মুন প্রমুখ।  

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়