ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গোসলের পোশাকে দিশা, ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৩ মার্চ ২০২১   আপডেট: ০৮:১৯, ১৩ মার্চ ২০২১
গোসলের পোশাকে দিশা, ছবি ভাইরাল

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। ছোট পোশাকে প্রায়ই অন্তর্জালে উষ্ণতা ছড়ান এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’। সমুদ্র সৈকতে এ সিনেমার শুটিং চলছে। সেখানে গোসলের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন দিশা। যা এখন অন্তর্জালে ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়—সৈকতের বালিমাখা পথ ধরে হেঁটে যাচ্ছেন দিশা। তার পরনে গোসলের পোশাক (বাথরোব)। মুখে মাস্ক। হাতে তোয়ালে। তার চারপাশে দাঁড়িয়ে আছে শুটিং টিমের লোকজন।

এদিকে শোনা যাচ্ছে, এই সিনেমায় বিকিনি দৃশ্যে দেখা যাবে দিশাকে। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন—সিনেমাটিতে বিকিনি দৃশ্যে দেখা যেতে পারে দিশাকে। তবে এই দৃশ্যে দিশার বিপরীতে কে থাকবেন তা এখনো জানা যায়নি।

আরো পড়ুন:

‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় আরো অভিনয় করছেন—অর্জুন কাপুর, তারা সুতারিয়া, জন আব্রাহাম প্রমুখ। এতে জনের বিপরীতে দেখা যাবে দিশা পটানিকে। এটি পরিচালনা করছেন মোহিত সুরি। প্রযোজনা করছেন একতা কাপুর ও ভূষণ কুমার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়