ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চলচ্চিত্রে সাই পল্লবীর বোন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৪:২৬, ১৫ মার্চ ২০২১
চলচ্চিত্রে সাই পল্লবীর বোন

চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর বোন পূজা কান্নান। গুঞ্জন উঠেছে, রুপালি পর্দায় ভাগ্য পরীক্ষার জন্য সম্প্রতি একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘স্টার স্টান্ট’ খ্যাত কোরিওগ্রাফার স্টান্ট সিলভার চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। তার পরিচালিত সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পূজা কান্নান। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন এ. এল. বিজয়। তার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পূজা। তা ছাড়া বিজয় পরিচালতি সিনেমায় সাই পল্লবীও অভিনয় করেছেন।

স্টান্ট সিলভা পরিচালনার পাশাপাশি এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সামুথিরাকানি এই সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে। 

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়