ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মহেশের বিলাসবহুল নতুন ভ্যানিটি ভ্যান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ১৭ মার্চ ২০২১   আপডেট: ১৫:৫৫, ১৭ মার্চ ২০২১
মহেশের বিলাসবহুল নতুন ভ্যানিটি ভ্যান

দেখতে মিনি বাসের মতো হলেও এর নাম ভ্যানিটি ভ্যান। শুটিং সেটে এই ভ্যানে শোবিজ অঙ্গনের তারকারা সাজগোজ করেন, বিশ্রাম নেন। এসব ভ্যান পাঁচ তারা হোটেলের চেয়ে কোনো অংশে কম নন। এবার বিলাসবহুল নতুন একটি ভ্যানিটি ভ্যান কিনলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। যার মূল্য ৬ কোটি রুপি।

বলিউডলাইফ.কম এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশের এই ভ্যানিটি ভ্যানে রয়েছে বাথ রুম, টেলিভিশন, স্টাইলিশ বসার জায়গা, রান্না ঘরসহ অনেক সুযোগ-সুবিধা। দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বিলাসবহুল ভ্যানিটি ভ্যানের চেয়েও অনেক বেশি দাম মহেশের এই ভ্যানের। আল্লু অর্জুনের ভ্যানটির মূল্য ৩ কোটি রুপি। আর মহেশের নতুন এই ভ্যানিটি ভ্যানের দাম ৬ কোটি রুপি।

মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘সরকারু বারি পাতা’। এটি পরিচালনা করছেন পরশুরাম। এতে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে কীর্তি সুরেশকে। ২০২২ সালের জানুয়ারিতে এ সিনেমা মুক্তির কথা রয়েছে। তাছাড়া ‘মেজর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মহেশ। এতে অভিনয় করছেন না তিনি। এটি তার প্রযোজনা প্রতিষ্ঠান জি মহেশ বাবু এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হচ্ছে।

আরো পড়ুন:

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়