ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

কেন রটেছিল আমির-প্রীতির বিয়ের কথা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০১, ১৯ মার্চ ২০২১   আপডেট: ১২:০৬, ১৯ মার্চ ২০২১
কেন রটেছিল আমির-প্রীতির বিয়ের কথা?

বলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রেম, বিয়ে নিয়ে চর্চা নতুন নয়। বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান ও অভিনেত্রী প্রীতি জিনতাকে নিয়েও এমনই একটি কথা রটেছিল।

‘দিল চাহতা হ্যায়’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন প্রীতি-আমির। ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলে। বিশেষ করে আমির-প্রীতির রসায়ন দর্শক এতটাই মজে ছিলেন যে, সেই সময় শোনা গিয়েছিল, গোপনে বিয়ে করেছেন তারা।

অন্যদিকে, ২০০২ সালে রিনা দত্তকে ডিভোর্স দেন আমির। অনেকেই মনে করেছিলেন, প্রীতির কারণেই রিনার ঘর ভেঙেছে। এভাবে বেশ কয়েক মাস গুঞ্জন চলার পর বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন প্রীতি।

আরো পড়ুন:

সিমি গারেওয়ালের টক শোয়ে হাজির হয়ে প্রীতি বলেন, ‘আমির আমার খুব কাছের বন্ধু। দিল চাহতা হ্যায় সিনেমার সময় আমাদের পেশাদার সম্পর্ক গড়ে ওঠে। যখন তার ব্যক্তিগত জীবনে সবকিছু খারাপভাবে চলছিল, আমি তার সবচেয়ে কাছের মানুষ ছিলাম। কারণ তার সঙ্গে শেষ সিনেমাটি আমিই করেছি। তাই আমাকেই মিসেস খান বলা হয়েছে। আমাকে সব জায়গায় খোলাসা করতে হয়েছে, বিয়ে করিনি।’

এই অনুষ্ঠানে সঞ্জয় দত্তের সঙ্গে তার প্রেম নিয়েও কথা বলেন প্রীতি। এই অভিনেত্রী বলেন, ‘আমি খুবই হতাশ। আসলে খুবই বিরক্ত হয়েছি। আমি সঞ্জয়কে খুবই পছন্দ করি। ছোটবেলা থেকেই তাকে পছন্দ করি। তিনি আমার বাবার বয়সী। আমাকে তিনি প্রীতি বলেও ডাকেন না। ইয়াকু বলেন। আমাকে ছোট বোন মনে করেন। দেখা হলেই আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, কেমন আছি। তাই তার সঙ্গে আমার প্রেমের গুঞ্জন খুবই বিরক্তিকর ছিল।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়