ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বিয়ের পাত্র খুঁজছেন সারা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২০ মার্চ ২০২১   আপডেট: ১০:৪৭, ২০ মার্চ ২০২১
বিয়ের পাত্র খুঁজছেন সারা?

বলিউড অভিনেত্রী সারা আলী খান। অল্প সময়েই ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে একাধিকবার এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের পাত্র চেয়ে একটি পোস্ট করেছেন সারা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বধূ সাজে একটি ছবি পোস্ট করেছেন সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘সুশীল, সংসারী, সংস্কারী পাত্রীর জন্য কোনো বিয়ের প্রস্তাব আছে কি?’

আরো পড়ুন:

যদিও সবাই বুঝতে পেরেছেন মজা করেই পোস্ট করেছেন সারা। তবে তার এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। ছবিতে ইমোজি ও মন্তব্য করে তাদের ভালোবাসার প্রকাশ করেছেন তারা। একজন লিখেছেন, ‘আপনি সত্যিই অনেক সুন্দর।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ’।

সারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ‘আতরাঙ্গি রে’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। সিনেমাটিতে আরো আছেন— অক্ষয় কুমার ও ধানুশ। আগামী ৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়