ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সুশান্তের ব্যাপারে চুপ কেন কৃতি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ২০ মার্চ ২০২১  
সুশান্তের ব্যাপারে চুপ কেন কৃতি?

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘রাবতা’ সিনেমায় অভিনয় করেছেন। এমনকি বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জনও চাউর হয়েছিল।

কিন্তু এই অভিনেতার মৃত্যুর পর অনেকেই সোচ্চার থাকলেও চুপ আছেন কৃতি। সুশান্তকে নিয়ে বিশেষ কিছু বলেন না এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এর কারণ জানিয়েছেন তিনি।

কৃতি স্যানন বলেন, ‘এক সময় এটি নিয়ে অনেক হইচই হয়েছে, আমি এর মধ্যে জড়াতে চাইনি। বিষয়টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, মানুষের এই ব্যাপারে সহানুভূতি কমে যায় এবং অনেক নেতিবাচক কথা ছড়াতে শুরু করে। কোনো প্রকার নেতিবাচকতা চাইনি।’

আরো পড়ুন:

এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি সেই সময় আমার মনে কি হয়েছে এবং একা থাকতে চেয়েছিলাম। আমার কেমন অনুভূতি হচ্ছিল কারো কাছে তা জানানোর প্রয়োজন মনে করিনি। আর এখন কিছু বলার প্রয়োজন হলে স্যোশাল মিডিয়া তো রয়েছেই। চিৎকার না করে লিখেই মনের কথা বলা যায়।’

এর আগে সুশান্তকে স্মরণ করে কৃতি লেখেন, ‘ঠিক নেই! কখনোই সম্পূর্ণরূপে ঠিক হবে না। আবারো আমার হৃদয় ভেঙেছে। ম্যানি চরিত্রে আমি অনেকবার তোমাকে জীবন্ত অবস্থায় দেখেছি। এই চরিত্রের সঙ্গে কোথায় তোমার সম্পূর্ণ মিল আমি তা জানি। সব সময়ের মতো ম্যাজিক্যাল মুহূর্তগুলো ছিল তোমার নীরবতা। ওই মুহূর্ত যেখানে তুমি না বলেও অনেক কিছু বলেছ।’

কৃতির ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো— ‘মিমি’, ‘হাম দো হামারে দো’, ‘বচ্চন পান্ডে’, ‘ভেদিয়া’ ও ‘আদিপুরুষ’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়