আমিরের পথেই হাঁটতে চেয়েছিলেন জন
বলিউড অভিনেতা জন আব্রাহাম। বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত তিনি।
এদিকে কয়েকদিন আগে স্যোশাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন অভিনেতা আমির খান। কাজের প্রতি আরো মনোযোগী হতেই তার এই সিদ্ধান্ত। কিন্তু অনেক আগেই নাকি এই পথে হাঁটতে চেয়েছিলেন অভিনেতা জন আব্রাহাম।
এক সাক্ষাৎকারে আমিরের স্যোশাল মিডিয়া ছাড়ার প্রতিক্রিয়ায় জন আব্রাহাম বলেন, ‘আমি কয়েক বছর আগেই এই পরিকল্পনা করেছিলাম।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ত থাকা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘ম্যানেজার ও প্রযোজকরা অভিনয়শিল্পীদের বলে দেন কি করতে হবে। মাঝে মাঝে ট্রেন্ডিং ব্যবসায় ডুবে যেতে হয়। কিন্তু যখন কোনো ম্যানেজার বলবে আপনি এখন ২ নম্বর ট্রেন্ডিংয়ে আছে, অভিনয়শিল্পীকে বলা উচিত— এই ধরনের বিষাক্ত বিষয়ে জড়াব না। এই বিষয়গুলো খুবই ভয়ংকর।’
নেট দুনিয়ায় অভিনয়শিল্পীদের প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়। এ প্রসঙ্গে জন বলেন, ‘যদি আপনাকে নিয়ে বিদ্রূপ হতে দেখেন, তাহলে সেই জায়গাতেই নিজেকে রাখলেন। যদি না দেখেন তাহলে না। এটি অনেকটা সবসময় সংবেদনশীল খবর প্রচার হয় এমন চ্যানেল দেখার মতো। কারণ এই খবর দেখতে চাইছেন। আমি কোনো চ্যানেল দেখি না। আমার মতে, অভিনয়শিল্পীদের এগুলো থেকে দূরে থাকা উচিত। অভিনয়শিল্পীরা তাদের কাজ করবে এবং কাজ শেষে বাড়ি ফিরবে— এমনটাই হওয়া উচিত।’
সম্প্রতি মুক্তি পেয়েছে জন অভিনীত সিনেমা ‘মু্ম্বাই সাগা’। একঝাঁক তারকা নিয়ে সঞ্জয় গুপ্তা এই সিনেমা নির্মাণ করেছেন। আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিনেমাটির কাহিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— জন আব্রাহাম, ইমরান হাশমি, কাজল আগরওয়াল, সুনীল শেঠি, গুলশান গ্রোভার প্রমুখ।
ঢাকা/মারুফ