নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন শাহরুখ পত্নী
গৌরি খান
বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে তার সুখ্যাতি রয়েছে। এবার ফ্যাশন ম্যাগাজিনে কাভার ফটোশুটে অংশ নিয়ে নেটদুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন গৌরি খান।
পিকক ম্যাগাজিনের চলতি সংখ্যায় মডেল হয়েছেন গৌরি। আর সেই ছবি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গৌরির কাছে বয়স যেন শুধুই সংখ্যা! ছবিটি পোস্ট করার পর থেকে সহকর্মীরা গৌরীর প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন।
পিকক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গৌরি বলেন—‘আমি দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নিয়েছি। আর্মি পটভূমি পরিবারে জন্মগ্রহণ করেছি। পড়াশোনা শেষ করার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে ছয় মাসের একটি কোর্স সম্পন্ন করি। কারণ ছোটবেলা থেকেই শিল্প আমাকে মুগ্ধ করেছে।’
গৌরি একাধারে—প্রযোজক, ডিজাইনার, স্ত্রী ও মা। সব কিছু কীভাবে সামাল দেন? জবাবে গৌরি বলেন, ‘আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তাদের স্কুল ও কলেজ নিজেদেরটা সামলে নেয়। ছোট্ট আব্রাম সময় চায়। শাহরুখ এবং আমি দুজনের হাতে যথেষ্ট সময় আছে, তাই আমরা বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব ভাগ করে নিই।’
ঢাকা/শান্ত