ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২২ মার্চ ২০২১  
করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সোমবার (২২ মার্চ) ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

একটি ছবি পোস্ট করে কার্তিক আরিয়ান লিখেছেন—‘পজিটিভ হয়েছি। সবাই দোয়া করবেন।’ এরপর থেকে ভক্তরা প্রিয় অভিনেতার সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে হেঁটেছেন কার্তিক আরিয়ান। সর্বশেষ ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার শুটিং করেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন কিয়ারা আদভানি ও টাবু। এ সিনেমায় একজন সংবাদ পাঠকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

আরো পড়ুন:

কার্তিক আরিয়ারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল’। এতে তার বিপরীতে অভিনয় করেন সারা আলী খান। ‘ভুলভুলাইয়া-টু’ ছাড়াও কার্তিকের হাতে রয়েছে ‘দোস্তানা-টু’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করছেন জানভি কাপুর।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়