ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

করোনায় আক্রান্ত আমির খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৪ মার্চ ২০২১   আপডেট: ০০:৩২, ২৫ মার্চ ২০২১
করোনায় আক্রান্ত আমির খান

আমির খান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা আমির খান। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

আমির খানের মুখপাত্র এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘আমির খানের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে বাড়িতে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন। সমস্ত নিয়ম মেনে চলছেন এবং ভালো আছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলের কোভিড-১৯ পরীক্ষা করানো উচিত। আপনাদের উদ্বিগ্নতার জন‌্য ধন‌্যবাদ।’

আমির খানের পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমার শুটিং চলাকালে করোনায় আক্রান্ত হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। সমস্ত কর্মীকে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এরই মধ‌্যে সবাইকে ছুটি দিয়ে দিয়েছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ‘লাল সিংহ চড্ডা’ সিনেমার বাকি অংশের শুটিং করবেন বলে জানা যায়।

আরো পড়ুন:

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, অর্জুন কাপুর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর প্রমুখ। তবে বলিউডের ‘খান’ পরিবারের প্রথম সদস্য হিসেবে করোনা আক্রান্ত হলেন আমির। স্বাভাবিক কারণে ৫৬ বছর বয়সী এই অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়