ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

জুলফিকার রাসেলের কথায় গাইলেন এ আর রহমান

প্রকাশিত: ১৬:৩৭, ২৮ মার্চ ২০২১   আপডেট: ১১:৪৭, ২৯ মার্চ ২০২১
জুলফিকার রাসেলের কথায় গাইলেন এ আর রহমান

বিশ্বের প্রভাবশালী সংগীত পরিচালকদের অন্যতম এ আর রহমান। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে ঘিরে গান বাঁধলেন অস্কারজয়ী এই মিউজিক মায়েস্ত্রো। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ২৬ মার্চ রাতে গানটি প্রকাশিত হয়েছে। ‘বলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামে হিন্দি ভাষায় এ গান লিখেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল।

বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে ঘিরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ উৎসবের পর্দা নেমেছে ২৬ মার্চ রাতে। মূলত শেষ দিনের সেরা চমক হিসেবেই প্রকাশিত হয় এ আর রহমান-জুলফিকার রাসেলের গানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জবাবে জুলফিকার রাসেল বলেন, ‘এটি এমনই এক মুহূর্ত ছিল, সেটি আসলে মুখে বলে বা লিখে প্রকাশ করার সামর্থ্য আমার নেই। কীভাবে এতকিছু হয়ে গেল, টেরই পাইনি। এত বড় উৎসবের শেষ দিনের আয়োজনে আমাদের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অতিথি হয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানের প্রধান চমক হিসেবে নতুন গান বাজলো এ আর রহমানের কণ্ঠ-সুরে! আর সেই গানটি আমার লেখা, এটুকু ভাবলে এখনো নিজের গায়ে চিমটি কাটি। ভ্রম বলে মনে হয়।’

আরো পড়ুন:

‘বাংলাদেশের জন্য এ আর রহমানের তৈরি এটাই প্রথম কোনো গান। এদিকে আরো একটি গান করবেন তিনি। সেটিও দেশাত্মবোধক গান। অপ্রকাশিত সেই গানটি বাংলা ভাষায় তৈরি। ‘আজও শুনি বজ্রধ্বনি’ শিরোনামের এই গানও ঘটা করে উন্মোচন হবে বিশেষ একটি জাতীয় আয়োজনে, এই মুজিববর্ষে।’—বলেন জুলফিকার রাসেল।

একই উৎসবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর থিম সং লিখেছেন জুলিফিকার রাসেল। সাজিদ সরকারের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের ৫০ জন শিল্পী।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়