ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বলিউডে পা রাখার অপেক্ষায় যে ৬ তারকাসন্তান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৬, ২৯ মার্চ ২০২১  
বলিউডে পা রাখার অপেক্ষায় যে ৬ তারকাসন্তান

বলিউডে নেপোটিজম নিয়ে বিতর্কের শেষ নেই। ট্রলাররাও হরহামেশাই তারকাসন্তানদের তাদের নিশানা বানিয়ে থাকেন। অতীতে বাবা-মায়ের মতো অধিকাংশ বলিউড তারকাসন্তান অভিনয় জগতকে বেছে নিয়েছেন। বর্তমানে বলিউডের বেশ কজন তারকাসন্তান রয়েছেন, যারা খুব শিগগির বড় পর্দায় পা রাখতে চলেছেন। তাদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

শানায়া কাপুর: বাবার নাম সঞ্জয় কাপুর, কাকা অনিল কাপুর, দিদি সোনম কাপুর, দাদা অর্জুন কাপুর। বলছি, সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুরের কথা। অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছিল, বলিউডে পা রাখতে যাচ্ছেন শানায়া। কয়েকদিন আগে শানায়া জানিয়েছেন, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত ২২ মার্চ শানায়া কাপুর তার ইনস্টাগ্রামে লিখেন—কৃতজ্ঞ হৃদয়ে জানাচ্ছি, ধর্মা প্রোডাকশনের হাত ধরে বলিউড যাত্রা শুরু করছি। আগামী জুলাইয়ে আমার প্রথম সিনেমার (আহা) কাজ শুরু করছি। কাজটি শুরুর জন্য অপেক্ষা করতে পারছি না।

খুশি কাপুর: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিনয় বিষয়ে পড়াশোনা শেষ করেছেন খুশি কাপুর। বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির কনিষ্ঠ কন্যা খুশি। এরই মধ্যে তাদের বড় মেয়ে জানভি কাপুর বলিউডে পা রেখেছেন। এবার বলিউড যাত্রায় খুশির পালা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, বড় বোন জানভির মতো করন জোহরের হাত ধরে সিনেমায় নাম লেখাতে চলেছেন খুশি কাপুর। আর সিনেমাটিতে খুশির সঙ্গে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে দেখা যাবে। বনি কাপুরের কাছ থেকে এই দায়িত্ব নিয়েছেন করন। যদিও খুশির অভিষেকের বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে, তবে তারা একটি ভালো চিত্রনাট্য খুঁজছেন বলে জানা যায়।

আরো পড়ুন:

আহান শেঠি: জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান। মিলান লুথারিয়ার ‘তাড়াপ’ সিনেমার মাধ্যমে এ বছর হিন্দি সিনেমা জগতে নাম লেখাতে চলেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু ভাষার ‘আরএক্স ১০০’ সিনেমার রিমেক এটি। এতে আহান শেঠির বিপরীতে অভিনয় করবেন তারা সুতারিয়া।

আলিজে অগ্নিহোত্রি: বলিউডে পা রাখতে যাচ্ছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক সুরজ বারজাতিয়ার ছেলে অবনীশ বারজাতিয়া। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন অবনীশ। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমায় আলিজের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সানি দেওলের পুত্র রাজবীর। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি নির্মাণ করবেন অবনীশ। অয়ন মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ধাঁচের গল্প হতে পারে এটি! যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সালমান খানের বোন আলভিরা খান এবং অতুল অগ্নিহোত্রির কন্যা আলিজে। সালমানের পারিবারি অনুষ্ঠানে মাঝেমধ্যেই দেখা যায় তাকে।

রিঞ্জিং ডেনজোংপা: বলিউডের প্রবীণ অভিনেতা ড্যানি ডেনজোংপার ছেলে রিঞ্জিং। গত বছর থেকে তার বলিউড অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। ‘স্কোয়াড’ সিনেমার মাধ্যমে চলতি বছর পর্দায় হাজির হতে পারেন রিঞ্জিং ডেনজোংপা। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী অনিতা রাজের ভাতিজি মালবিকাকে।

দিয়া ঘোষ: পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া ঘোষ। তারকা সন্তানদের মধ্যে তিনিও বলিউডে পা রাখার অপেক্ষায় রয়েছেন। অভিষেক বচ্চনের সঙ্গে ‘বব বিশ্বাস’ সিনেমায় অভিনয় করছেন দিয়া।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়