ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

একাধিক পরিচালক যৌন সম্পর্কের চেষ্টা করেছে: সোমি আলী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:১১, ৩ এপ্রিল ২০২১
একাধিক পরিচালক যৌন সম্পর্কের চেষ্টা করেছে: সোমি আলী

সাবেক বলিউড অভিনেত্রী সোমি আলী। অভিনেতা সালমান খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলোচনায় ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত নানা চাঞ্চল্যকর তথ্য জানিয়ে আবারো খবরে তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সোমি আলী। এই সময় বলিউড নিয়ে তার তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘একাধিক পরিচালক আমার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা করেছে। খুবই বাজে একটি সম্পর্কে ছিলাম। তাই বলতে হয়, সবমিলিয়ে বলিউডে আমার অভিজ্ঞতা খুব বাজে।’

আরো পড়ুন:

বলিউডে ফেরার কোনো পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমার তখনো কোনো ইচ্ছা ছিল না, এখনো নেই। আমি সেখানকার জন্য উপযুক্ত নই।’

‘আন্ত’ (১৯৯৪), 'ইয়ার গাদ্দার' (১৯৯৪), ‘আও পেয়ার কারে’ (১৯৯৪), ‘চুপ’ (১৯৯৭) সিনেমায় অভিনয় করেছেন সোমি। তবে অভিনয় জগতকে অনেক আগেই বিদায় জানিয়েছেন। বর্তমানে ‘নো মোর টিয়ার্স’ নামে অলাভজনক একটি দাতব্য সংস্থা পরিচালনা করেন তিনি। যৌন হেনস্তা ও ধর্ষণের শিকার হওয়া নারীদের সহযোগিতা করছেন এই অভিনেত্রী।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়