ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সাই পল্লবীর পরিবর্তে নিথিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ৪ এপ্রিল ২০২১  
সাই পল্লবীর পরিবর্তে নিথিয়া

‘পাওয়ার স্টার’ পবন কল্যাণ ও ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপ্পানাম কুশিয়াম’ সিনেমার তেলেগু রিমেকে অভিনয় করছেন তারা।

শুরুতে শোনা যায়— এই সিনেমায় পবন কল্যাণের নায়িকা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। তবে প্রথমে রাজি থাকলেও পরে এটি থেকে সরে দাঁড়িয়েছেন এই নায়িকা। এখন তার পরিবর্তে নিথিয়া মেননকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

সিনেমাটিতে রানা দাগ্গুবতির বিপরীতে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাজেশ।

আরো পড়ুন:

বর্তমানে নাম ঠিক না সিনেমাটির কাজ পুরোদমে চলছে। এটি পরিচালনা করছেন সাগর কে. চন্দ্র। প্রযোজনায় আছেন— সুরিয়া দেবারা নাগা বামসি। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন থামান। জানা গেছে, সিনেমাটির নতুন শিডিউলে শুটিংয়ে অংশ নেবেন নিথিয়া। 

এই সিনেমা ছাড়াও ‘গামানাম’ সিনেমায় দেখা যাবে নিথিয়াকে। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে সুজানা রাওয়ের অভিষেক হচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে আরো আছেন শ্রিয়া সরণ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়